সিরাজদিখান উপজেলার বৈদ্যুতিক উপকেন্দ্রের পর্যায়ক্রমে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ও কাল সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১ নং উপকেন্দ্র কাকালদি ও ৫ নং উপকেন্দ্র বালুচর এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল (বুধবার) উপজেলার ২ নং উপকেন্দ্র নিমতলা, ৩ নং উপকেন্দ্র পাথর ঘাঁটা ও ৪ নং উপকেন্দ্র রাজানগর এর আওতাধীন এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিরাজদিখান জোনাল অফিস ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) বিজয় চন্দ্র কুন্ডু।