রংপুর মহানগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব খাদেমদের মাঝে সম্মিলিত ইমাম পরিষদ রংপুর এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) রংপুর জেলা প্রশাসনের সহায়তায় ও সম্মিলিত ইমাম পরিষদ রংপুর এর উদ্যোগে শনিবার বাদ এশা নগরীর ভাঙ্গা মসজিদে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র (কম্বল) অনুষ্ঠানে ২৩নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব খাদেমদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী।
২৩নং ওয়ার্ড সম্মিলিত ইমাম পরিষদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুনাইদ উল্লাহ এর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত ইমাম পরিষদ রংপুর এর আহ্বায়ক ও রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা বায়জীদ হুসাইন, সম্মিলিত ইমাম পরিষদ রংপুর এর সদস্য সচিব ও রংপুর কোট মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৩নং ওয়ার্ড সম্মিলিত ইমাম পরিষদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মোবাশে^রুল ইসলাম। এ ছাড়া আলোচনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরনের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।