খুলনার পাইকগাছায় পুলিশ-জনতা ইঞ্জিন চালিত ভ্যান সহ হাতেনাতে আফজাল শেখ (৩৩) ওরফে আরজু নামে এক চোরকে আটক করেছেন। শনিবার দুপুরে উপজেলার বাঁকা ঘোষপাড়া মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আরজু হরিনটানা থানার পত্যাশা মদিনাবাগ গ্রামের বাবর আলী শেখের ছেলে। পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজ শফী জানান, আরজু চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় জিআর-১৯/১৯ ও হরিনটানা থানায় এফআইআর-৪১/২৮৬ /২০ চুরির মামলা রয়েছে।