খুলনার পাইকগাছায় চাঁদখালী ক্যাথলিক মিশন সংলগ্ন যাতায়াত পথ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ৪০টি পরিবার। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় জিডি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে স্থানীয়দের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে এ ঘেরা-বেড়া দেয়ার ঘটনা ঘটেছে। চাঁদখালীস্থ কালীদাশ পুরের খৃষ্টান ধর্মাবলম্বী কালীপদ মন্ডল, পরিমল মন্ডল জানান, খৃষ্টান পল্লীর বাসিন্দরা দীর্ঘদিন ধরে ক্যাথলিক মিশন সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু আগামী বড়দিনের পূর্বে স্থানীয় অমূল্য সরদার, ধীরেন সরদার, মনোরঞ্জন সরদার গংরা পেশী শক্তিবলে একমাত্র যাতায়াতের রাস্তায় ঘেরা-বেড়া দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলেছে। স্থানীয়রা জানান, ইতোপূর্বে এ যাতায়াত রাস্তা বন্ধ করে দিলে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল মোস্তাক ৮০/২০১৬ মিস কেসের মাধ্যমে রাস্তাটি খুলে দেওয়ার আর্দেশ দেন। পুলিশ জানিয়েছে এ ঘটনায় অমূল্য সহ ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে, যার নং-৮৬১। এসআই অভিজিৎ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সমাধানের জন্য দু'পক্ষকে ডাকা হয়েছে।