চরম সঙ্কটের দিনে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। রোববার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাস হয়ে পার্কের মোড় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবু সালেহ মো. ওয়াদুদুর রহমান তুহিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, অধিকার সুরক্ষা পরিষদের আহব্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমানসহ অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন শিক্ষক হিসেবে যেভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ধ্বংস করেছেন তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসেও কোথাও নেই। তিনি যখন ২৬টি কোর্সের দায়িত্ব নিয়েছিলেন তখন তার এখানে থাকার কথা ছিলো ১৮ ঘন্টা। এই সময়ে তার খাওয়া, ঘুম বা প্রাকৃতিক ডাকেও সাড়া দেওয়ার সুযোগ নেই, যদি তিনি এই কাজটি ঠিকমতো করতে চান। ৫২টি কোর্স তিনি ৫২ ঘন্টাও পড়ান নাই। একজন উপাচার্য নিজেই যখন অ্যাকাডেমিক শৃঙ্খলা নষ্ট করেন, তখন আর যাই হোক তার দ্বারা উপাচার্যের দায়িত্ব পালন করা চলেনা।
বক্তারা আরো বলেন, ভিসি থাকেন ঢাকায় তদন্ত কমিটি করেন ডিসি এসব সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাননীয় উপাচার্যকে বলছি আপনি ক্যাম্পাসে আসুন আমরা ফুল নিয়ে আপনার জন্য অপেক্ষা করবো।