যশোরের কেশবপুরে বড় দিন উদযাপন উপলক্ষে রোববার দুপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩৭৩ জন শিক্ষার্থীকে উপহার কেনা বাবদ নগদ অর্থ বিতরণ করেন। বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ(বিডি ০৩৪৩)ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ(বিডি০৩২৯)পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৯১ জন শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানের আগে প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দু'টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উজ্জ্বল দাস,কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উৎপল দে, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ,প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ ও লেবিও গোলদার, সমাজকর্মী মৃদুল সরকার প্রমূখ।