প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ও অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার শীলা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান- মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলা - দেশ এগিয়ে যাচ্ছে।তাঁর দূরদর্শী নেতৃত্বে অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে আজ উন্নয়নের পথে নিয়ে এসেছেন। মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি গতকাল বিকালে দিঘলিয়া গ্রামে "জমি নেই ঘর নেই" প্রধান -মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন একটি ঘরের উদ্বোধন ও আশ্রয়নকেন্দ্র পরিদর্শন কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলী মুজ্জামান মিলন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহসান উল্লাহ চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে তিনি বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নিজ বাড়িতে এলাকার দু:স্থ মানুষের মাঝে শীত- বস্ত্র বিতরণ করেন। এছাড়া তিনি সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও পরিচালনা পর্ষদের সাথে মত বিনিময় করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার গোলাম মোস্তফাসহ বিদ্যালয়ের কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।