খুলনার পাইকগাছায় মাদক-জুয়া, চুরি, নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুর বাজার চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির, ওসি মোঃ এজাজ শফী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সমীরন সাধু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউনিয়ন আ.লীগ সম্পাদক নির্মল অধিকারী। প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ সাত্তার, জগনাথ দেব, জবেদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য শেখ সুমন আহম্মেদ, শেখ আতাউর রহমান, পিএসআই চিরঞ্জিত, ইমরান হোসেন, এম.এম আজিজুল হাকিম, জুয়েল আহম্মেদ, মহিলা আ.লীগ নেত্রী নাজমা কামাল, খুকুমনি, ওলিয়ার রহমান, অনুপ ঘোষ, জাকির হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের, মিথুন, বাদশা প্রমুখ। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।