কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবদুল মালেকের নির্বাচনী গণসংযোগ গোত্রশাল, দৈয়ারা ও হরিপুর গ্রামে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে নাঙ্গলকোট বাজারের ব্যাংক চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গির মজুমদারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, হাছান মেমোরিয়াল সরকারী কলেজ অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আক্তারুজ্জামান মজুমদার, সাদেক হোসেন, নিজাম উদ্দিন, মহিন উদ্দিন ভূঁইয়া, আলা উদ্দিন, রেজাউল হক রেজু, এমরান বাহার, মহিলা কাউন্সিলর কাজল বেগম, ছালেহা বেগম, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।