“বিক্রমপুরের মাটি, সোনার চেয়েও খাঁটি” এই শ্লোগানকে মনে ধারন করে ফসলি জমি রক্ষায় সিরাজদিখানে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লতব্দি ইউনিয়নের কংশপুরা অটোস্ট্যান্ডে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বত্তারা বলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন মৌজায় ভূমি দস্যুদের দ্বারা জমি দখল, ইট ভাটায় ফসলি জমির মাটি পোড়ানো, মাটি পরিবহনে যানবাহনের শব্দে ঘুমের ব্যাঘাত, ধূলা-বালির কারণে নানা জটিল রোগে আক্রান্ত সহ জমির মাটি কাটা থেকে ফসলি জমি রক্ষায় পেতে চাই। এই জন্যই আজ আমরা মানববন্ধন করেছি যাতে সরকারে দৃষ্টি আকর্ষণ হয়।
মানববন্ধনে আলিম বাদশা (প্রকৌশলী) বলেন, আমরা বার বার বলার পরও তারা প্রতি বছর আমাদের কাছে সময় চাচ্ছে। মাটি খেকুরা বলেন এ বছরই শেষ কিন্তু ছয় বছর ধরে মাটি কাটা আর বন্ধ হচ্ছে না। আজ এইজন্য আমরা মানববন্ধনের আয়োজন করি কিন্তু আমাদের মানববন্ধনে আসতে লোক জনকে মাটি কাটার সাথে জড়িতরা হুমকি- হামকি দিয়ে আসতে বাড়োন করে। এলাকাবাসীরা ভয়ে আসতে পারেনি মানববন্ধনে। আমরা চাচ্ছি না কোনো সংঘাত হউক। আমরা শান্তিপূর্ন ভাবে মানববন্ধন করতে চাই। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক এটা আমার অধিকার রয়েছে। আমরা সমাজের পক্ষে কাজ করছি। সাবেক মেম্বার সেন্টু, যুবলীগ নেতা মান্নান এদের বাধার কারণে সমাবেশটা বড় করতে পারিনি। আমি মাটি কাটার বিষয় নিয়ে আমাদের চেয়্যারমান সোরহাব হোসেন কে জানালে তিনি আমাকে বলেন “আমি কিছু করতে পারবো না, তোমারা যদি কিছু করতে পারো করো। আমার হাত-পা বাধা।” এখন আমরা নিরোপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভূমি মন্ত্রনালয় ও পরিবেশ মন্ত্রনালয়ের কাছে আকুল আবেদন করছি আমাদের এই ফসলি জমি রক্ষা করার জন্য।