সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য। শনিবার সকালে তিনি প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি মো. আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন। তিনি সভাপতি ও সম্পাদককে মুজিব বর্ষের লগু সম্বলিত দুটি টি-শার্ট উপহার দিয়েছেন। এ সময় গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ওদিকে ওই দিন বিকেলে সভাপতি সম্পাদকসহ নির্বাচনে বিজয়ী সকল সদস্যের হাতে রজনী গন্ধা ও গোলাপ ফুলের মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন স¤্রাট ফার্ণিসারের স্বত্বাধিকারী ও সরাইল মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল। কমিটির সকলকেই তিনি জানিয়েছেন অভিনন্দন। এ ছাড়াও গত তিন ধরেই জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা অব্যাহত আছে। আবার ব্যক্তিগত ভাবেও অনেকেই মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। সকলের অভিমত একটাই- হলুদ সাংবাদিকতা নয়। গণতন্ত্রকে ঠিকিয়ে রাখতে দেশের মানুষের কল্যাণে সততা ও স্বচ্ছতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই। সমাজ ও দেশের অনিয়ম দূর্নীতি প্রতিরোধে কলম সৈনিকদেরই ভূমিকা রাখতে হবে। এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি তাদের লেখনির মাধ্যমে মানুষের কল্যাণই করে যাচ্ছে। অতীতের মত আগামী দিন গুলোতেও সরাইল প্রেসক্লাবের এ ধারা অব্যাহত থাকবে এটাই সকলের প্রত্যাশা।