রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার লাশ দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও বিডিআরের সাবেক সুবেদার মেজর সোনা মিয়া (১০০) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে ২ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গোহাইলবাড়ী ঈদগাহ ময়দানে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ তারিকুজ্জামান।
পরে গার্ড অব অনার প্রদান করা হয়। বিডিআর সদস্য (বর্তমান বিজিবি) সুবেদার মেজর হওয়ায় বিজিবির নিয়ম অনুযায়ী বিজিবি সুবেদার মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে হাবিলদার নুর মোহাম্মদ, নায়েক মিজানুর রহমানসহ সম্মান প্রর্দশন করাসহ জানাযা শেষে তেঁতুলিয়া কবরস্থানে শুক্রবার বিকাল ৩টায় দাফন করা হয়। এ সময় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিমসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।