ইন্দুরকানীতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে যুবলীগ নেতার হামলায় বিদ্যুৎ কর্মী আহত হয়েছে। শনিবার উপজেলার বালিপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলামের হামলায় আহত হন বালিপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ইসলাম হাওলাদার।
এ বিষয়ে ইসলাম হাওলাদার অভিযোগ করেন, অবৈধ সংযোগের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আসাদুল ইসলাম ইজিবাইক চার্জ দিচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। তাতে ক্ষিপ্ত হয়ে আসাদুল ইসলাম শনিবার সকালে পল্লী বিদ্যুতের বালিপাড়ার অভিযোগ কেন্দ্রে এসে তার দলবল নিয়ে আমার উপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে যুবলীগ নেতা আসাদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎ কর্মী ইসলাম দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ঘুষ বানিজ্য করে আসছে। আমার কাছে বিদ্যুৎ সংযোগের জন্য তিন হাজার টাকা দাবী করেন। তাকে টাকা না দেয়ায় তিনি আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বালিপাড়ায় হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। তবে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।