ব্যায়াম করুণ সুস্থ থাকুন এই শ্লোগানে রংপুরে প্রতিষ্ঠিত উজ্জীবন এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারো দুস্থ, অসহায় দরিদ্রশাতার্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর শিক্ষা অফিস চত্বরে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভি,ডি,পি রংপুর রেঞ্জ এর পরিচালক এ কে এম জিয়াউল আলম,বিশেষ অতিথি ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এনেস্থিসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান ডাঃ আবদুস সালাম খান। এছাড়াও বক্তব্য রাখেন উজ্জীবন সদস্য এমদাদ হোসেন, সম্প্রীতির সভাপতি অধ্যাপক মানসুর আলী। সভাপতিত্ব করেন উজ্জীবন সভাপতি তৌহিদুল ইসলাম। পরিচালনা করেন উজ্জীবন রংপুরের সাধারণ স¤পাদক প্রকৌশলী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন উজ্জীবন সহ-সভাপতি সাকিল আখতার, সাংগঠনিক স¤পাদক সৈয়দ মর্তুজা আলী, সদস্য পরমেশ্বর রায়, সদস্য মোকসেদ আলী, উজ্জীবন সদস্য সাংবাদিক আবদুর রহমান মিন্টু ,অক্ষয় বর্মণ, জুয়েল চৌধুরী, সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।