রংপুর বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অপরাজিতাদের সাথে সংসদ সদস্য এবং জনপ্রতিনিধির মতবিনিময় বিষয়ক আলোচনা সভায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি এরশাদ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারীর উন্নয়ন তথা রাজনৈতিক ক্ষমতায়নকে নিশ্চিত করতে হলে, নারী নেত্রীদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। বিশে^ প্রচলিত সকল ধর্মে নারীকে সম্মানের সাথে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈশি^ক প্রেক্ষাপটে নারীকে এগিয়ে যেতে হলে তৃণমূল পর্যায় ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহানগর বিএনপি শহিদুল ইসলাম মিজু,। তিনি বলেন, ১২০ বছর আগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত নারীর অগ্রযাত্রার জন্য যে শিক্ষা গ্রহণের জন্য মনোনিবেশ করতে বলেছেন সেই একই কথা, আজও আমরা বলছি। বর্তমানে নারীর অগ্রযাত্রাকে প্রতিহত করতে যে চ্যালেঞ্জ সক্রিয় রয়েছে তাকে মোকাবিলার জন্য সকল নারী নেত্রীদের গুণগত শিক্ষা আহরনের বিকল্প নেই। নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রের সকল পর্যায় গণতন্ত্রহীনতা ও দূর্বল সুশাসন ব্যবস্থা সব সময়ই একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ প্রতিবন্ধকতাকে দলমত নির্বিশেষে সকলেই একসাথে রুখতে হবে। আর এভাবেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গংগাচড়া মোঃ রুহুল আমিন। তিনি বলেন, স্ব স্ব স্থান থেকে স্বচ্ছতার মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলেই রাষ্টীয় তথা তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। তিনি এ সভায় উপস্থিত সকল নারীনেত্রীদের প্রতি মনোবল বৃদ্ধি করে শক্তিশালী হবার জন্য আহ্বান জানান। তিনি জানান বর্তমান সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুগ্ম- সাধারণ সম্পাদক জেলা জাতীয় পাটি রুহুল আমিন লিটন। তিনি জানান তার দল তৃণমূল পর্যায়ের নারী নেতৃত্বের প্রতি যতেষ্ট সংবেদনশীল এবং অগ্রাধিকার ভিত্তিতে দলীয় বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণকে সাধুবাদ জানান। আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্প এলাকার (রংপুর সদর, গংগাচড়া ও মিঠাপুকুর উপজেলা) নির্বাচিত ও সম্ভাব্য নারী নেত্রীবৃন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (রংপুর সদর, গংগাচড়া ও মিঠাপুকুর উপজেলা), ইউপি চেয়ার্যান (মমিনপুর ও গজঘন্টা ইউপি), সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া)। সভায় উপস্থিত নারীনেত্রীবৃন্দ তৃণমূল পর্যায়ে তাদের চ্যালেঞ্জ, প্রতিকুলতা ও দাবী-দাওয়া নিয়ে আলোচনা করেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন, কোলকোন্দ ইউনিয়ন, গংগাচড়া উপজেলার সম্মানিত অপরাজিতা মোছাঃ আনজুমানরা মিনি। প্রবন্ধ উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা পর্বে আলোচকবৃন্দ এ বিষয়ে আলোকপাত করেন। সবাই সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসূচি সমন্বয়কারী, অপরাজিতা প্রকল্প ডেমক্রেসিওয়াচ ফিরোজ নূরুন-নবী যুগল। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্মসূচি সমন্বয়কারী এবং অপরাজিতা মোঃ রেজাউল করিম প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্যের উপর আলোচনা করেন মনিটরিং ও ইভালুয়েশন কোঅর্ডিনেটর মোঃ ফয়সাল হাবীব, রংপুর ক্লাস্টার। সভাটি অপরাজিতাঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়। অপরাজিতা প্রকল্পটি সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা এসডিসি-র আর্থিক সহায়তায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন - বাংলাদেশ, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ রংপুর অঞ্চলের ৩টি জেলায় (রংপুর, দিনাজপুর ও নীলফামারি) ১০টি উপজেলার ৯৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারী নেত্রীবৃন্দের দক্ষতা বৃদ্ধি ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে।