রংপুর সিটি করপোরেশন (রসিক) ১৮টি ওয়ার্ডসহ জেলার আট উপজেলার ৬ লাখ ৮৭ হাজার ১৩২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি বলেছেন, ‘আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরের ৩৬৯টি টিকাদান কেন্দ্রসহ জেলার ৬ হাজার ৩৯৯টি কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। নয় মাস থেকে দশ বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাবে। ছয় সপ্তাহ ব্যাপী এই টিকাদান কার্যক্রমে ৫৪৬ জন মাঠকর্মী এবং ৭৯৫ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।’
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাম-রুবেলার টিকা নিতে আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘হাম এবং রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন রোগীর হাঁচি-কাশির মাধ্যমে কারও সংস্পর্শে আসা অন্যান্যের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি।’
সরকার জন্মত্রুটি শিশুর জন্মরোধ ও গর্ভবতী মায়েদের মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে হাম-রুবেলা টিকা দিয়ে আসছে বলে জানান ডা. হিরম্বর কুমার। তিনি বলেন, ‘হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।’
হাম-াংবেলা ক্যাম্পেইনে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যনমশ টিকা দেয়া হবে বলেও জানান এই সিভিল সার্জন। এ সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিভিল সার্জন কার্যালয়ে এবং সিটি কর্পোরেশনে যোগাযোগ করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- ডেপুটি জেলা সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মাহবুবুল ইসলাম রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু প্রমুখ।