রংপুরের গণ মানুষের নেতা সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ আবদুর রাজ্জাক স্মৃতি গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর সাতমাথায় অবস্থিত মরহুম শাহ আবদুর রাজ্জাক স্মৃতি গণগ্রন্থাগার পরিদর্শন করেন মন্ত্রী। গ্রন্থাগারের সভাপতি ও সাবেক রসিক কাউন্সিলর সৈয়দ সাজ্জাদ হোসেন ডাবলু’র সভাপতিত্বে এ সময় বানিজ্য মন্ত্রী বলেন, শাহ আবদুর রাজ্জা ছিলেন একজন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্য ও আমার রাজনীতি গুরু, আমি তার সহযোগিতায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তার দিক নির্দেশনায় আজ আমি আপনাদের বাণিজ্যমন্ত্রী, এইগুণী ব্যক্তির কর্মকা- স্বরণীয় করে রাখার উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই। এ সময় তার সাথে ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাকিম সরদার, রংপুর বিভাগীয় গণ গ্রন্থাগারের প্রতিনিধি আবদুর রউফ, মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রোকনুুজ্জামান, গণ গ্রন্থাগারের সহ-সভাপতি শেখ মোহাম্মদ বাচ্চু মিয়া, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সেলিম, রফিকুল ইসলাম, রসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, মহানগর আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক আবু শাহাদত শাওন, কল্যানী ইউপি চেয়ারম্যান নুর আলম, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, শাহ আবদুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নবাব আলী নবাব, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক সাবু, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল, সজিব ওয়াজেদ জয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, পীরগাছা উপজেলা সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, কৈকুড়ী ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী লেবু প্রমুখ। এর আগে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান, শাহ আবদুর রাজ্জাকের ছেলে দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, পীরগাছা প্রেসক্লাবের উপদেষ্টা ও পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শাহ মো. শাহেদ ফারুক।