ভোলার তজুমদ্দিনে ফারহান-৪ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিহত জেলের পরিবাররের পাশে দাঁড়ায়নি লঞ্চ কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা ওই জেলের পরিবারকে খুঁজে করেছেন আর্থিক সহযোগীতা। গতকাল নিহত আল আমীনের পিতা লোকমান মোল্লাকে হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা। এ ছাড়া ওই পরিবারকে সরকারী সহযোগীতা করার আশ্বাস দেন। নিহতের পিতা লোকমান মোল্লা জানান, আমার উপার্জনক্ষম সন্তান দূর্ঘটনায় মারা যাওয়ায় আমি অসহায় হয়ে পড়েছি। এ সময় তজুমদ্দিন উপজেলা প্রশাসন আমার পরিবারের পাশে থেকে সহযোগীতা করায় আমি ভরসা পেয়েছি।