বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪১তমমৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার গোপালপুরস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত নেতারস্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। ৃহস্পতিবার সকাল ১০ টায় এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি তোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামর”ল হক লিকুও প্রয়াত কৃষকনেতা সহকর্মি জনাব ইসহাক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকনেতা মণিপীরের কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে তা থেকে
বিভাগের (ডিএই) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে দেশে মোট দুই লাখ ৮১ হাজার একর জমিতে ৫৫ লাখ টন আখ উৎপাদন হয়। চলতি অর্থবছরে যা কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। বর্তমানে দেড় লাখ একর জমিতেআখ চাষ হয়েছে। বাংলাদেশ যখন রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলির বড় অংশ বন্ধের দিকে যাচ্ছে তখন অক্টোবর থেকে শুরু হওয়া ২০২০-২১ মৌসুমে ভারত সরকার ৬০ লাখ টন চিনি রপ্তানিতে ভর্তুকি দিচ্ছে। ভারতীয়গণমাধ্যমগুলো জানায়, আখ চাষিদের বিপুল অঙ্কের বকেয়া রয়েছে, তা পরিশোধ করার জন্যই প্রায় তিন হাজার৬০০ কোটি রুপি ভর্তুকি দেওয়া হচ্ছে।