ঝিনাইদহের কালীগঞ্জে ২০২০-২০২১ মৌসুমে গতিহীন হয়ে পড়েছে রোপা আমন সংগ্রহ। এ বছর মোট ৭৯১ জন কৃষকের তালিকা নিয়ে ২১-১১-২০২০ তারিখে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ শুরু হলেও এ পর্যন্ত মাত্র ১ মেট্রিক টন ধান সংগৃহিত হয়েছে। সেটাও ছিল উদ্বোধনের দিনে। কর্মকর্তাদের ভাষ্য, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বর্তমান বাজারে বেশি দামে ধান বিক্রি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছরে আমন ধান রোপনে লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫ শত ৭০ হেক্টর জমিতে। ফলনও হয়েছে লক্ষ্যমাত্রার উর্ধে।
খাদ্য গুদাম সূত্রে জানাগেছে, এ মৌসুমে উপজেলাটিতে ৭ শত ৯১ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬ শ মেট্রিক টন চাল সরকারী ভাবে কিনে খাদ্য গুদামে সংগ্রহ করা হবে ঘোষনা দেয়া হয়েছিল। যা সংগ্রহের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত এ উপজেলাতে ২ টি খাদ্য গুদাম। একটি কালীগঞ্জ শহরে অন্যটি উপজেলার বারোবাজারে। আমন সংগ্রহ পরিপূর্ন হয়ে গেলে সংগৃহিত ধানের ৬০% ধান রাখার কথা ছিল কালীগঞ্জ শহরস্থ খাদ্য গুদামে। আর বাকি ৪০% বারোবাজারের খাদ্য গুদামে। অথচ উদ্বোধন দিন থেকে এ পর্যন্ত মাত্র ১ মেট্রিক টন ধান নেয়া হয়েছে। আর বারোবাজারের খাদ্য গুদামে কোন ধানই জমা হয়নি।
তালিকাভুক্ত কয়েকজন কৃষকেরা জানান, সরকারী ভাবে ধানের নির্ধারন করে দেয়া দাম প্রতিমন ১ হাজার ৪০ টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১১ ’শ টাকা। যার অর্থ প্রতিমনে প্রায় ১০০ টাকা বেশি। তারপরও ধান দিয়ে টাকা নিতে হবে ব্যাংক থেকে। যা তাদের জন্য বেশ খানিকটা ঝামেলাপূর্ণ। সে কারনেই তারা খাদ্য গুদামে ধান দিচ্ছেন না।
সরজমিনে কালীগঞ্জের বিভিন্ন ধান হাটে গিয়ে দেখা যায় ধান বিক্রি হচ্ছে প্রতিমন ১ হাজার ৮০ টাকা থেকে ১১’শ ৫০ টাকা পর্যন্ত
কালীগঞ্জ হাটে ধান বিক্রি করতে আসা সিংদহ গ্রামের কৃষক আতিয়ার রহমান জানান, এ বছর ৪ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছিলেন। প্রায় ১’শ মন ধান হয়েছে। বাজারের ধানের দাম বেশি। ফলে সংসারের প্রয়োজনীয় ধান ঘরে রেখে বাকিটা হাটে বিক্রি করতে নিয়ে এসেছেন।
বলোরামপুর গ্রামের চাষি আবদুর রশিদ জানান, ৩ বিঘা জমিতে ধানের চাষ করেছিলেন। ফলনও হয়েছে যথেষ্ঠ ভালো। কিছু ধারদেনা পরিশোধে হাটে তার ধান বিক্রি করে দিচ্ছেন। বর্তমান বাজারের চেয়ে সরকার নির্ধারিত মূল্য কম ফলে এ বছর খাদ্য গুদামে ধান দেয়ার কথা ভাবেননি।
কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন জানান, ৭ শত ৯১ মেঃ টঃ ক্রয় লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র একজনের কাছ থেকে ১ টন রোপা আমান ক্রয় করা সম্ভব হয়েছে। তাছাড়া আমাদের এখানে ধান সংগ্রহের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে তা সংগ্রহ করা হয়। প্রান্তিক কৃষকেরা এখানে ধান নিয়ে আসেন। এরপর কর্মকর্তারা সেই ধান যাচাই বাছাই করার পরে সংগ্রহের উপযোগী মনে করলে সেই ধান ক্রয় করা হয়। উপযোগী না হলে ফেরত দেয়া হয়। ধান সংগ্রহ শুরু হওয়ার পর এ পর্যন্ত মাত্র এক মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। দামের পার্থক্যের জন্য এমনটি হয়েছে।
অন্যদিকে চালের বাজারে ইতোমধ্যে লক্ষ্যকরা যাচ্ছে প্রকার ভেদে প্রতি কেজিতে চালের মুল্য বৃদ্ধি পেয়েছে ৩ থেকে ৫ টাকা। এক সপ্তাহ আগে যা ছিলো ৫০ থেকে ৫২ টাকা এখন তা ৫৪ থেকে ৬০ টাকা দরে।
সাধারণ চউল ক্রেতারা মনে করছেন এবার হয়তো চউলের দাম বৃদ্ধি পাবে যদি কিনা পর্যাপ্ত চাউল সরকরি ঘরে না থাকে। কেননা অধিকাংশ ধানই চলে যাচ্ছে মিলার এবং ব্যাবসায়ীদের হাতে।