ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৬২৪ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ট্রাকের হেলপার সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করে। তবে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার কারণে ট্রাকের চালক বুলবুলকে আটক করতে পারেনি পুলিশ। আটককৃত ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার সফর উদ্দীনের ছেলে।
থানা সুত্রে জানাগেছে, মহেশপুর থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার এস আই ইউনুস আলী গাজি ও এস আই আবদুর রশিদ রাত দেড়টার দিকে নস্তির মাঠ নামক স্থান থেকে ট্রাকটি ধাওয়া করে। পরে রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর কলেজ বাসষ্ট্যা- থেকে পুলিশ ট্রাকটি আটক করে। আটককৃত ট্রাক তল্লাসী করে ভুসি মালের ভিতর থেকে ১৬২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ধাওয়া করে মহেশপুর বাসষ্ট্যা- থেকে ট্রাকটি আটকের পর ট্রাক থেকে ১৬২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক বুলবুলকে আটককের চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।