কুষ্টিয়ার পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকু-ুতে মানবন্ধন করেছে শিক্ষক সমাজ। বৃহস্পতিবার সকালে উপজেলা দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকরা অংশ নেন।
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান“ শ্লোগানে অনুষ্ঠিত এ মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দার ও হরিণাকু-ু থানার ওসি আবদুর রহিম মোল্লা। এ সময় স্বাশিপ সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাদরাসা সুপার জামিরুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ও জাতিরজনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তর্মলক শাস্তি ও বিচারের দাবি জানান।