খুলনার পাইকগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, পৌরসভা, রাজনৈতিকদল, পেশাজীবী, সামাজিক সংগঠনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উপলক্ষে নানা কমসূচী পালন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র নেতৃত্বে সকালে স্মৃতিসৌধে পুস্পমাল্যা অর্পন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম। উপজেলা প্রশাসন শিশু শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমীরন সাধু, শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক মঈনুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, যুবনেতা আজিজুল হাকিম ও ছাত্রনেতা রায়হান পারভেজ রনি প্রমুখ। এদিকে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদা ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার সকাল সাড়ে ৭টায় কপিলমুনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কপিলমুনি বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, কপিলমুনি পুলিশ ফাঁড়ি, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ, কপিলমুনি কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এ- কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি জাফর আওলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা। কপিলমুনি আওয়ামী যুবলীগ হরিঢালী ও কপিলমুনি শাখা, কপিলমুনি ইউনিয়ন পরিষদ, কপিলমুনি গ্রাম পুলিশ, কপিলমুনি প্রেসক্লাব, কপিলমুনি সিটি প্রেসক্লাব, কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি), কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কপিলমুনি কলেজ ছাত্রলীগ সহ আরোও অনেকে। এ সময় মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।