পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। তবে মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবসে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, ক্রমানুসারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এই পুস্পমাল্য অর্পন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি, বেসরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনগুলো উপস্থিত ছিলেন। পরে বীর শহীদরের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।