বিভিন্ন জাতীয় দিবসে সরকারি নির্দেশনা অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন হয়নি সরাইল সদরের বালিকা বিদ্যালয় সংলগ্ন ২টি মার্কেটে। একটি হচ্ছে বিদ্যালয়ের দেওয়াল ঘেষা আরেকটি এর উল্টো পাশের টিন শেড মার্কেট। গতকাল ৪৯তম মহান বিজয় দিবসেও পূর্বের ন্যায় বিদ্যালয় ঘেষা মার্কেটের পশ্চিমাংশে ও উল্টো পাশের গোটা মার্কেটের কোন ব্যবসায়িই জাতীয় পতাকা উত্তোলন করেননি। গত ২৬ মার্চ ও ১৫ আগষ্টেও ওই মার্কেটে পতাকা ওড়েনি। পতাকা উত্তোলন করেননি কেন? এমন প্রশ্নের উত্তরে ২-৩ জন ব্যবসায়ি বলেন, পতাকা আছে। এমনি উত্তোলন করি না আর কি।