ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৯তম মহান বিজয় দিবস ও ২৫তম প্রাক্তণ সৈনিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ প্রাক্তণ সৈনিক সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তর্বক অর্পণ, সৈনিক বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বৃটিশ সৈনিক ও শহীদ পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাক্তণ সৈনিক সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ প্রাক্তণ সৈনিক সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ এস. এম. শফিক উদ্দিন, আজীবন সদস্য মোঃ রফিকুল ইসলাম ও মোঃ কাইয়ুম, সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।