নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ১২টা ১মি: ২১বার তোপ ধবনির মাধ্যমে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান। ওইদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন ,অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার,ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা,সহকারি কমিশনার (ভূমি)নিবেদিতা চাকমা,কৃষিকর্মকর্তা স্মৃতিরানী সরকার প্রমুখ।