দিঘলিয়া থানায় স্থানীয় বাতিভিটা গ্রামের মেহেদী হাসানের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির মালিক হাসেম মোড়লের পুত্র নুরু মোড়লের
বিরুদ্ধে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (৪) (খ)
ধারায় একটা মামলা হয়েছে।মামলা
নং৬।দিঘলিয়া থানার ওসি আহসান
উল্লাহ জানান,অভিযুক্ত নুরুকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যহত
আছে।