মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বুধবার সকাল ১০ টায় উপজেলা শাখার আয়োজনে চোকদারপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন আইএবি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। পরে অফিস চত্বর থেকে বিজয় র্যালী বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে সন্তোষপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান। ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ওবায়দুল হক এর সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ মো. কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর শাখার সদস্য হাজী সাদেক হোসেন, সিরাজদিখান শাখার সহ-সভাপতি হাজী রুহুল আমীন বেপারি, সেক্রেটারি এমদাদুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন জসিম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, অর্থ সম্পাদক শওকত আলী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল ওয়ালী ও হাজী জাহাঙ্গীর আলম তালুকদার প্রমূখ।