ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক সহ মিলের আওতাধীন সকল কেন্দ্রের আখচাষী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় মিলের স্কুলমাঠ প্র্ঙ্গনে অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
সভাতে আসন্ন ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহ, ডিজিটাল ওয়ে ব্রীজে ওজন, ই-গেজেটিং প্রদ্ধতিতে পূর্জি বিতরন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আখচাষীদের আখের টাকা পরিশোধ সহ আখচাষীদের নানান সুবিধা প্রধানের উপর আলোকপাত করা হয়। আগামীতে এ মিলটিকে বাচিয়ে রাখতে আখরোপনে কৃষকদের উদ্ধুদ্ধকরন সহ সকলের প্রতি আহব্বান জানান।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে অত্র মিলজোন এলাকার বিভিন্ন কেন্দ্রের আখচাষীগন তাদের সমস্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন। সভাতে আরো উপস্থিত ছিলেন, ইউ পি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, মোচিকের কৃষি ব্যাবস্থাপক আহসান কবির, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ মিলের শত শত শ্রমিক কর্মচারীগন।