মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থা নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি,উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,সকল সরকারি-বেসরকারি ভবনে,ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকতা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন পোদ্দারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক রচনা,চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক .বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।