ইন্দুরকানীতে বিজয় দিবসে পুস্পার্ঘ্য অর্পণের সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাঞ্চিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজয় দিবসে সকাল সাড়ে দশটায় পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জানা যায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চঃদাঃ) মীর এ কে এম আবুল খায়ের পুস্পার্ঘ্য অর্পণ সময় মাইকে ঘোষনা দেওয়ার সময় উত্তোজিত জনতারা ঘোষনায় দেরি হওয়ায় তাকে লাঞ্চিত করেন। পরে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান,মাইকে ঘোষনায় একটু দেরি হওয়ার কারণে অপেক্ষাকৃত মাল্যদানে আসা লোকেরা এ ঘটনাটি ঘটায়। নামপ্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, প্রতিবছর আমরা সকালে উপজেলঅ চত্তরে অবস্থিত শহিদ মিনারে আমরা ফুল দিয়ে থাকি। কিন্তু এ বছর শহিদ মিনারে আশপাশে অব্যবস্থাপনা কারণে শহিদ মিনারে পরিবর্তে উপজেলা পরিষদ হলরুমের সামনে টেবিলে উপরে বঙ্গবন্ধু ছবি রেখে পুস্পার্ঘ্য অর্পণ করা হয় সকাল সাড়ে দশটায়।