বুধবার করোনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
জাতীয় পতাকা উত্তলোন, শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ”জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস-চেয়ারম্যান রাজিনারা টুনি, প্যানেল মেয়র নূর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এস, কে আঃ হক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বিপ্লব চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ পলাশ চন্দ্র দেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন।