ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের উদ্যোগে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগীতায় ইউনিয়নের প্রায় ১০ হাজার ছাগলের বিনামূল্যে মাহামারী রোগ প্রতিরোধে পিপিআর টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে আমরা কৃষি উদ্যোক্তা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে লংগাইর ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির উদ্বোধন ও ছয় শতাধিক ছাগলকে পিপিআর টিকাদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান, ইউপি সদস্য মকবুল হোসেন, জহিরুল হক, মাহবুবুল আলম, রাহেলা খাতুন, শিক্ষক এমদাদুল হক, আবদুল মোমেন প্রমুখ।
এ সময় লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, একবার অসহায় দরিদ্র ব্যক্তির তিনটি ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ঐ ব্যক্তির কান্না আমার খুব খারাপ লেগেছিল। তখনই আমি সিদ্ধান্ত নেই আমার ইউনিয়নের সকলের ছাগল রক্ষায় বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে। গত বছরও সব পরিমান ছাগলকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আমার ইউনিয়নের সকল গৃহপালিত পশুকে টিকা প্রদান করা হবে।