জয়পুরহাটের ক্ষেতলালে যথাযথ মর্যাদায় স্বাস্থ্য বিধিমেনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ক্ষেতলাল উপজেলা চত্বরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবসহ সর্বস্তরের জনসাধারণ। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমি হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ্ সরকার, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা রাবেয়া ইয়াসমিন, ক্ষেতলাল সরকারি এসএ কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব আলী, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।