পঞ্চগড়ের বোদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন এর লক্ষে তাদের মাঝে বসত ঘর নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বাস্তবায়নাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার উপজেলার বালাভীড়ে বসত ঘর নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, ইউ'পি চেয়ারম্যন মশিউর রহমান মানিক, আদিবাসীদের উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।