রংপুরের পীরগাছায় গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক যৌতুক, বাল্য বিয়ে প্রতিরোধ ও কিশোরী নেতৃত্বে সামাজিক আন্দোলন’র টিপিং পয়েন্ট প্রকল্পের ফেজ-২ এর সমাবর্তন অনুষ্ঠান-২০২০ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন। সক্রিয় কিশোরী দলের আয়োজনে এবং কেন্ডেডা ফান্ড এর সহযোগিতায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব আলী, গ্রাম বিকাশ কেন্দ্রের সোস্যাল ডেভলপমেন্ট ডিরেক্টর সারা মারান্ডি, কেয়ার বাংলাদেশ এর টিপিং পয়েন্ট প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাব সভাপতি এম খোরশেদ আলম প্রমুখ। গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সমাবর্তন অনুষ্ঠানে ৯টি ইউনিয়নের ৩৪টি গ্রামে ৩৪টি কিশোরী দল, ৩৪টি কিশোর দল, ৩৪টি মা দল, ৩৪টি বাবা দলসহ ইউপি বডি, প্রভাবশালী নেতা, ধর্মীয় নেতা ও সক্রিয় কমিটির লোকজন অংশ নেন।