নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ¦লন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ¦ালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। মোমবাতি প্রজ¦লন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি এটিএম আরিচুল হকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জামিল ফোরকান,শিবলী চৌধুরী,স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরী সঞ্চালনায় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা।