প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে সাধারণ মানুষ নৌকা প্রতীকে ভোট দেবে এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলছেন,শেখ হাসিনার সরকার অসহায় মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে রয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিধায় প্রতিটি মানুষের ঘরে ঘরে আজ খাদ্য সামগ্রী ত্রাণ পৌছিয়ে যাচ্ছে।একমাত্র শেখ হাসিনাই নারীদের বৈষম্য দূর করে অগ্রণী ভুমিকা পালন করেছেন।আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বিধায় আজ পদœা সেতু দৃশ্যমান হয়,প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে যায়,গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়।এখন বঙ্গবন্ধু’র স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালশ কাজ করে যাচ্ছেন। তিনি সোমবার বিকালে দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও চালনা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিশাল এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের মাঠে চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার,উপজেলা আ.লীগের সহ-সভাপতি সমরেশ ঘরামী,উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার,ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,চালনা পৌর জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্যা, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, চালনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদ,উপজেলা উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন,জেলা আওয়ামী যুবলীগের মাহফুজুর রহমান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু,উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, চালনা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা,নিতাই বাছাড়,অমারেশ ঢালী, যুবনেতা রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজগর হোসেন বাপ্পি,ফয়সাল শরীফ, রাসেল কাজী,রাহুল রায়,রাজু বাছাড়,সুকান্ত মন্ডল,মাসুম হাওলাদার।