নাম মোহাম্মদ নঈম। তিনি একজন ত্যাগী সমাজসেবক। দীর্ঘদিন সমাজসেবামূলক কাজ করছেন। শত ব্যস্ততার মাঝেও মানুষের বিপদে সমবেদনা জানাতে মোটেও ভুল করেননা তিনি। করোনার সময়ে নিজ এলাকা হালিশহরের অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। অর্থনৈতিক সহযোগিতাও করেছেন। শিক্ষা ক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘ দুইযুগ ধরে মানুষের কল্যাণে নানাবিধ কাজ করছেন। মাদ্রাসা-মসজিদেও তাঁর অবদান রয়েছে যথেষ্ট। ভদ্র ব্যবহার দিয়ে মানুষকে আন্তরিকতার সাথে ভালবাসেন তিনি। সকলের কাছে একজন জনপ্রিয় মানুষ হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। হালিশহরে তাঁর বিভিন্ন অবদানের কথা অনেকেরই মুখে মুখে এখন আলোচিত হচ্ছে। ফলে অনেকেই তাঁকে গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দেখতে চায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, হালিশহরের আই ব্লকের ৭নং লেইনের অজআ বহুমুখী সমবায় সমিতির অন্যতম উপদেষ্টা মো. নঈম। তিনি ইতঃপূর্বে ওই সমিতির সাবেক সহ-সভাপতি এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। এইচ ব্লক ১০নং লেইনের বাসিন্দা এই নঈম বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনেরও সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকার গরীব শিক্ষার্থী এবং দরিদ্র মানুষজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত করোনাকালীন সময়ে আই ও এইচ ব্লক সহ আশপাশের এলাকায় নঈম অসংখ্য মানুষের বাসায় গিয়ে নগদ অর্থ বিতরণ করছেন। খাবার পৌঁছে দিয়েছেন। তাঁর ওই সহযোগিতা পেয়ে দরিদ্র মানুষেরা মহাখুশি। এখনো গোপনে অনেক মানুষকে তিনি সহযোগিতা করছেন। তাঁর ভাইয়েরাও অসহায় মানুষদেরকে নানাভাবে আর্থিক সহযোগিতা করছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। এছাড়াও অনেক গরীব মেয়ের বিয়েতে কিংবা চিকিৎসায় নঈম এগিয়ে এসেছেন বলে জানাগেছে। তাঁর সার্বিক কর্মকা-ে গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের অভিভাবকরা আনন্দিত। এজন্য তাঁকে আগামীতে গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য অনেকেই এখন থেকে প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে দরিদ্র বহু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তাঁকে সভাপতি করার জন্য পরিকল্পনা নিয়েছেন। কারন; অতীতে যে সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন সেখানেই তিনি সফলতা দেখিয়েছেন।