রাজবাড়ীতে এগার বছরের এক শিশুকে পালাক্রমে ধর্ষন মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারা দন্ডাদেশ দিয়েছে আদালত।
দন্ড প্রাপ্তরা হলো, রাজবাড়ী সদর উপজেলার চর শিবরামপুর এলাকার আফজাল মোল্লার ছেলে মিলন মোল্লা ও একই এলাকার আয়নাল প্রামানিকের ছেলে রেজাউল প্রামানিক। সোমবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সারমিন নিগার এ রায় দেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উমা সেন জানান, গত ২০১৯ সালের ১ ফেবুয়ারী নির্যাতিত ওই মেয়েটি বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গেলে তাকে মিলন মোল্লা ও রেজাউল প্রামানিক পর্যায়ক্রমে ধর্ষন করে। পরদিন মেয়েটি অসুস্থ হয়ে পরলে মেয়েটির মায়ের কাছে ঘটনার কথা প্রকাশ করে। এবং ওইদিনই তার মা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে ওই দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।