মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায়,স্বাস্থ্য বিধি মেনে শহীদ বুদ্বিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে স্বল্প সংখ্যক শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ও সাংবাদিক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও টাচিং সোলস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মাহমুদ হাসান মুকুট প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এস,এম,সি সদস্য শরীফ ব্যাপারী,স্থানীয় জনপ্রতিনিধি আ: মান্নান শেখ জমির আলী,সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুদ্দীন,নাজনীন নাহার,বাবু মিঠুন কুমার পাল প্রমুখ।এ সময় অন্যানের মধ্যে আওয়ামী লীগ নেতা শেখ মো: ইয়াছিন,এস,এম,সি সদস্য নজরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। সভায় বুদ্বিজীবি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।পরে মিলাদ ও দোয় অনুষ্ঠিত হয়।