শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীনগর উপজেলা প্রশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন শ্রীনগর থানার কর্মকর্তা ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, শ্রীনগর সুফিয়া এ হাই খান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, পাইলট স্কুল এ- কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ বাকী, আনসার ভিডিপি কর্মকর্তা লিমন হালদার, শিশু বিষয়ক কর্মকর্তা শামীম হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস।