১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রংপুর জেলা পুলিশ। সকাল দশটায় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) মধুসূদন রায়, মহোদয় এর নেতৃত্বে রংপুর নগরীর সুরভী উদ্যান সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল ) রংপুর, মোঃ কামরুজ্জামান, পিপিএম -সেবা, রংপুর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, রংপুরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যন্যা কর্মকর্তা ও ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন।
শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার রংপুর মহোদয় সাংবাদিকদের নিকট তাৎপর্য উল্লেখ করে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের অন্তিম মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদাররা বাংলাদেশ কে মেধাশূন্য করার উদ্দেশ্য বিভিন্ন পেশার বাছাই করা বুদ্ধিজীবীগনদের কে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী দিবসে শাহাদাত বরনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সহিত স্মরন করে রংপুর জেলা পুলিশ।