ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন ভাবনা ও সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে একনেকের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক ১৫৭৫ কোটি টাকার বরাদ্দকৃত প্রকল্প নিয়ে সিটি মেয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের শাহাব উদ্দিন মিলানায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সিটি মেয়র ইকরামুল হক টিটু স্বাগত বক্তব্যে ময়মনসিংহকে একটি সুন্দর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাসহ নগরীর বিভিন্ন সমস্যাসহ অগ্রাধিকার ভিত্তিতি উন্নয়ন কাজ করার প্রত্যয় ঘোষনা করেন। পরে মুক্ত আলোচনায় সাংবাদিদের নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে পর্রামর্শ ও প্রশ্নের উত্তর দেন মেয়র ইকরামুল হক টিটু।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, তত্ববধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, সিটি কর্পোশেনের সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ ও গণসংযোগ কর্মকর্তা মাহবুবুল হক রাজীবসহ অন্যান্য কর্মকর্তারা।