রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু:স্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-ভিজিডি) কর্মসূচীর আওতায় উপকারভোগী সংগ্রহ ও ইউনিয়ন থেকে চুড়ান্তকরণ প্রক্রিয়ায় হতদরিদ্রদের সুবিধা বিত্তবানদের দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার একাধিক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে। মাইকিং এবং প্রচার-প্রচারনা না থাকায় ভিজিডি’র আবেদন সম্পর্কে না জানা হতদরিদ্রদের অভিযোগ গ্রাম থেকে চুপিসারে এই তালিকা সংগ্রহ করা হয়েছে। ইউনিয়ন কমিটির দাবী স্বচ্ছতায় শেষ হয়েছে। চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার শংকায় আবেদনকারী হতদরিদ্রদের দাবী প্রশাসন কর্তৃক অধিকতর যাচাই-বাছাইয়ের।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র সূত্রে জানা যায়, ২০২১-২০২২ চক্রের জন্য দুই বছর মেয়াদী অতি দরিদ্র ২০-৫০ বয়সী মহিলাদের ‘স্বনির্ভরতার জন্য সহায়তা’ বাড়ী বাড়ী গিয়ে নির্ধারিত ছকে সম্ভাব্য ভিডিজি উপকারভোগীর তথ্য সংগ্রহ করবেন ওয়ার্ড কমিটি। পরবর্তীতে ইউনিয়ন কমিটি প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই পূর্বক অনলাইনে দাখিল করবেন ৩১ অক্টোবরে মধ্যে। তবে শর্ত প্রতিপালন পূর্বক অনলাইন এবং হটলাইনেও আবেদন করা যাবে। উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ইউএনও এবং সদস্য সচিব হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা সকল কাজ সম্পন্ন করবেন।
ইউনিয়ন যাচাই-বাছাই কমিটিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সভাপতি, সংরক্ষিত আসনের নির্বাচিত তিনজন মহিলা সদস্যসহ সকল ইউপি সদস্য, একজন মহিলা শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা ওয়ার্ডকর্মী/স্বাস্থ্য কর্মী, স্থানীয় ২জন গণ্যমান্য ব্যক্তি (১জন পুরুষ ও ১জন মহিলা), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব দায়িত্বপালন করবেন সদস্য সচিব হিসেবে।
অনুসন্ধানে দেখা গেছে কয়েকটি ইউনিয়নের যাচাই-বাছাই কমিটির একাধিক সদস্যর নাম থাকলেও মিটিং সম্পর্কে তারা জানেন না, অবশ্য পরে তারা হাজিরা শীটে স্বাক্ষর করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২০২২ চক্রে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২০২৩ জন ভিজিডি কার্ড পাবে। এরা প্রত্যেকেই প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন দুই বছর।
সরেজমিন উপজেলার একাধিক ইউনিয়নের বহু সংখ্যাক ওয়ার্ডের ২০-৫০ বয়সী হতদরিদ্র মহিলাদের সাথে কথা বলে জানা গেছে, তারা অদ্যাবধি কোন ধরনের সরকারী সুবিধা পাননি। কোন মাইকিং কিংবা প্রচার-প্রচারনা করা হয়নি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তাদের কাছ থেকে কোন তথ্য ফরম পূরণ করতে যাননি। ভিজিডি আবেদন সম্পর্কে তথ্য না জানার কারণে তারা অনলাইনেও আবেদন করতে পারেন নি। অনলাইনে আবেদন করেছেন এমন ব্যক্তিরা চুড়ান্ত তালিকায় নাম না থাকা নিয়ে শংকার কথা জানিয়েছেন। তারা বলেছেন, উপজেলা যাচাই-বাছাই কমিটি কঠোর না হলে হয়ত তারা বিত্তবানদের সারিতে টিকতে নাও পারেন। তারা প্রশাসনের কঠোরনজরদারী দাবী করেন চুড়ান্ত তালিকার ক্ষেত্রে।
তবে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, পরিপত্রে যে কর্মপরিকল্পনা এবং শর্ত রয়েছে সেগুলোর অধিকাংশই মানা হয়নি। অধিকাংশ শর্তগুলোতেই অবহেলা করা হয়েছে মাঠ পর্যায়ে। এর ফলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এ কর্মসূচির সুফল থেকে বঞ্চিত হতে পারেন এই উপজেলার হতদরিদ্ররা।
একাধিক ইউপি সদস্য জানান, ইউপি চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক তারা বাড়ীতে বাড়ীতে গিয়ে ফরম পূরণ করে ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন। পরবর্তীতে কি হয়েছে কেউ কেউ সেটি দেখার সুযোগ পাননি; কারা এই তালিকায় আছে, আর কে বাদ পড়েছে সে বিষয়ে এখনো অবগত নন বলে কয়েকজন জানান।
উপজেলা ভিজিডি কমিটির একাধিক সদস্যর সাথে বিষয়টি নিয়ে কথা হয়, তারা জানান ২০২১-২২ সালের ভিজিডি কমিটির কোন সভা হয়েছে কিনা জানা নেই। উপজেলা ভিজিডি কমিটির ২নং সদস্য ভাইস চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদ খোদেজা বেগম বলেন, ‘উপজেলা ভিজিডি কমিটির কোন সভা হয়েছে বলে আমার মনে নেই, অন্য কোন আলোচনা সভায় বিষয়টি উঠেছিল বলে মনে পরে, কিভাবে কি হচ্ছে জানিনা’।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খাঁন বলেন, পরিপত্র অনুযায়ী আমার ইউনিয়নের ভিজিডি’র সুবিধাভোগীর তালিকা যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ৪ শতাধিক নারীর ভিজিডি’র আবেদন হয়েছিলো, সেখান থেকে যাচাই-বাছাই পূর্বক ২৬১ জনের তালিকা ইউনিয়ন পর্যায়ে চুড়ান্ত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হয়েছে। এখনো উপজেলা কমিটির চুড়ান্ত স্বাক্ষর হয়নি।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সরদার বলেন, বিধি মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে। কমিটির সভা ও কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুই মনে পরছে না, অফিসে গিয়ে দেখে বলতে হবে।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী বলেন, আমার ইউনিয়নে ৬ শতাধিক আবেদন হয়। ইউনিয়ন যাচাই-বাছাই কমিটি কর্তৃক সেখান থেকে গত বছরের সংখ্যা অনুযায়ী চুড়ান্ত অনুমোদন করা হয়েছে। সকল কাজই বিধি মোতাবেক সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।
সদ্য যোগদানকৃত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুস ছালাম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায় থেকে গত বৃহস্পতিবার আমার দপ্তরে ফাইল উপস্থাপন করেছেন। আমি সম্প্রতি যোগদান করেছি তাই সব বিষয়ে অবগত নই। উপজেলা যাচাই-বাছাই কমিটি বিষয়টি চুড়ান্ত করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, ভিজিডি প্রকল্পে কোন প্রকার দূর্নীতি কিংবা স্বজনপ্রীতির প্রশ্রয় দেয়া হবে না। আগামী ১৭ তারিখে উপজেলায় যাচাই বাছাইয়ের তারিখ দেয়া হয়েছে। আশা করছি চুড়ান্ত তালিকার বিষয়ে কোন অভিযোগ থাকবে না।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভিজিডি) শারমিন শাহিন বলেন, অনলাইনে ভিজিডির আবেদনের জন্য মাইকিং, ধর্মীয় প্রতিষ্ঠানসহ ব্যাপক ভাবে প্রচার করতে পরিপত্র ছাড়া আলাদাভাবে পত্র প্রেরণ করা হয়েছিলো মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে। উপজেলা যাচাই-বাছাই কমিটির চুড়ান্ত অনুমোদন পরবর্তীতে কোন অনিয়ম-দূর্নীতির অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও তিনি জানান।