টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বাণিজ্য মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয়, জেলা ও মহানগর কমিটি।
রোববার বিকেলে রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ওই স্বরকলিপি প্রদান করেন বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সভাপতি মোঃ আবদুল গফুর, সাধারণ সম্পাদক এস. এম ইয়াসীর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মনি, মহানগর সভাপতি মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ শাওনসহ অন্যান্য ডিলার ও নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ টিসিবি ডিলার অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সভাপতি মোঃ আবদুল গফুর ও সাধারণ সম্পাদক এস. এম ইয়াসীর জানান, টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই আলোচনা সভায় টিসিবি রংপুর অঞ্চলের সকল ডিলারদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়।