নিয়ামতপুরের আহত পত্রিকা বিক্রেতাকে দেখতে ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। রোববার বিকালে তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন উপজেলার একমাত্র পত্রিকা বিক্রেতা রিপন হাঁসদাকে (৩২) দেখতে যান। এ সময় তিনি ডাক্তারদের নিকট তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা দিয়ে তাকে সহযোগীতা করেন। ইউএনও’র মমতাময়ী এমন কর্মকা- আবারো নাড়া দিল নিয়ামতপুরের মানুষের হৃদয়কে। এর পূর্বেও তিনি সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিককে দেখতে গেছেন বাড়ীতে, সহযোগীতার হাত বাড়িয়েছেন তিনি। তার এসকল কর্মকান্ডেই তিনি নিয়ামতপুরের মানুষের কাছে অবতীর্ণ হয়েছেন “মমতাময়ী মা” রূপে।
উল্লেখ্য নিয়ামতপুরের একমাত্র পত্রিকা বিক্রেতা রিপন হাঁসদা গত ৪ ডিসেম্বর, শুক্রবার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন নিয়ামতপুর-মান্দা সড়কের পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন এলাকায় পত্রিকা নিয়ে বাইসাইকেলে করে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ভুটভুটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে সড়কের উপর আছড়ে পড়ে এবং পাঁয়ের হাড় ভেঙ্গে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রিপন হাঁসদা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আগোর গ্রামের বাসিন্দা আমিন হাঁসদার ছেলে। একটুকরো পরের জমিতে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী সেলিনা মূর্মূ ও চার বছরের ছেলে ইসান হাঁসদাকে নিয়ে গাঁদাগাদি করে কোন রকমে তার বসবাস। সপ্তাহ ধরে পত্রিকা বিক্রি বন্ধ থাকায় পরিবারে আয় উপার্জন বন্ধ হয়ে গেছে তার। তার এমন পরিণতিতে মানবেতর জীবন-যাপন করছে পরিবারের অন্য সদস্যরা। শুধু তাই নয়, রিপন হাঁসদা আহত থাকায় প্রায় সপ্তাহ ধরে পত্রিকা বঞ্চিত রয়েছেন নিয়ামতপুরের মানুষ। সকলেই এ পত্রিকা বিক্রেতার সুস্থ্যতা কামনা করছেন।