একজন নির্বাহী কর্মকর্তাকে পদায়ন করার পরও ৪০ দিন ধরে সরাইল উপজেলা চলছে ভারপ্রাপ্ত ইউএনও দিয়ে। আর সেই ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। স্বাক্ষর না করায় উপজেলার কাজে দেখা দিয়েছে স্থবিরতা। শুধু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতরেরই ১২৮টি প্রকল্পের কাজ আটকে আছে। আটকে আছে ঠিকাদারদের বিলও। ভারপ্রাপ্ত ইউএনও বলেছেন, ফাইনান্সিয়াল ডিক্লেয়ার না থাকায় আমি অনেক ফাইল স্বাক্ষর করিনি। এরইমধ্যে গত শনিবার ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াংকা ৫০ দিনের প্রশিক্ষণে চলে গেছেন। তিনি দায়িত্ব দিয়ে গেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের কাছে। গতকাল বিকেল থেকে অফিস করলেও কোন ফাইলে সন্ধ্যা পর্যন্ত স্বাক্ষর করেননি তিনি। উপজেলা কয়েকটি দফতর ও ঠিকাদার সূত্র জানায়, বদলি জনিত কারণে গত ৩ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকাকে ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব বুঝিয়ে দেন তৎকালীন ইউএনও এ এস এম মোসা। দায়িত্ব গ্রহনের পর তিনি ঠিকাদারদের বিল, টি আর ও কাবিখা’র প্রকল্পের বিল গুলি স্বাক্ষর না করেই ফিরিয়ে দিচ্ছেন। ফলে প্রথম কিস্তির ডিও না পওয়ায় প্রকল্পের কাজই শুরূ করতে পারছেন না সভাপতিরা। অন্যান্য উপজেলায় টিআর, কাবিখার কাজ দেদারছে চললেও থমকে আছে সরাইল। শ্রমিক ও মালের বকেয়া পরিশোধ করতে পারছেন না ঠিকাদাররা। সকাল বিকাল উপজেলা সদরে ঘুরছেন ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টরা। এমনকি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে নির্বাহী কর্মকর্তা দ্বারা অভিভাবক প্রতিনিধি নির্বাচন করার কাজ গুলোও আটকে গেছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোছা. নিলুফা ইয়াছমীন বলেন, পাকশিমুল ইউনিয়নের ফরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ চলমান। কাজটি করছেন মোল্লা এন্টারপ্রাইজ নামের ঠিকাদরী প্রতিষ্ঠান। ৪০ লাখ টাকার মধ্যে মাত্র ৭ লাখ টাকার বিল উপস্থাপন করেছিলাম। ভারপ্রাপ্ত ইউএনও স্যার স্বাক্ষর করেননি। এক বছর আগে শেষ হয়েছে চানপুর সরকারি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ। সেটির বিলেও স্বাক্ষর হয়নি। পিডিবি-৪ এর আওতায় ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ চলছে। ১৯ লাখ টাকার বিল জমা দিয়ে স্বাক্ষরের অভাবে টাকা পায়নি ঠিকাদার। এ সকল কাজে ফান্ডে টাকা জমা থাকলে পরবর্তী টাকা দেন না প্রকল্পের কর্তৃপক্ষ। তাই ঠিকাদাররা দিনরাত শুধু গুরছেন। ঠিকাদার মো. বশির আহমেদ আক্ষেপ করে বলেন, ৪০ লাখ টাকার মধ্যে মাত্র ৭ লাখ টাকার বিল। তাতেও কেন জানি তিনি স্বাক্ষর করছেন না। কি করব ভেবে পাচ্ছি না। একটা উপজেলা প্রশাসন এভাবে চলতে পারে না। লেবার পেমেন্ট দিতে পারছি না। সাইট থেকে শ্রমিকরা চলে আসছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত ইউএনও স্যার স্বাক্ষর না করায় কাজে বিঘœ ঘটছে। ১০৫টি টিআর, ২৩ টি কাবিখা প্রকল্পের কাজ একেবারে বন্ধ হয়ে আছে। কারণ তাদের প্রথম কিস্তির ডিও এখনো দিতে পারছি না। আর ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের পেমেন্টও আটকে আছে। ভারপ্রাপ্ত ইউএনও (বর্তমানে প্রশিক্ষণে থাকা) ফারজানা প্রিয়াংকা মুঠোফোনে বলেন,অনুমোদন থাকায় আমি সেলারি সীটে স্বাক্ষর করেছি। আর ফাইনান্সিয়াল ডিক্লেয়ারেশন না থাকায় অর্থ সংক্রান্ত আমি স্বাক্ষর করতে পারিনি।