আজ ১৪ ডিসেম্বর দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পাক হানাদার মুক্ত দিবস। দক্ষিণ চট্টগ্রামের সাবেক পটিয়া থানার এবং বর্তমানে চন্দনাইশ থানার দোহাজারীতে পাক হানাদার বাহিনীর শক্তঘাটি ছিল। ১৯৭১ সালের এইদিনে ভারতীয় মিত্র ও মুক্তিবাহিনী সাথে দুইদিন প্রচন্ড সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে পাক হানাদার বাহিনীর সৈন্যরা পরাজিত হয়ে দোহাজারী ত্যাগ করে পালিয়ে গেলে দোহাজারী সেইদিন হানাদার মুক্ত হয়। পাক হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার পূর্বে দোহাজারী শংখ ভ্যালী ব্রীজটি মাইন বিস্ফোরন করে উড়িয়ে দেয়। ১৪ ডিসেম্বর দোহাজারী হানাদার মুক্ত দিবসে প্রথমে দোহাজারীতে জাতীয় পতাকা উক্তোলন করেন মুক্তিযোদ্ধাকালীন সময়ের ৫৪ নং গ্রুপের ডেপুটি কমন্ডার বর্তমান দুই-দুই বার নির্বাচিত চন্দনাইশ উপজেলা কমান্ডার জাফর আলী হিরু।